Image Source: Freepik

সাধারণত চোখের পাতা ভারি হলে আমরা ঘুম আসছে বুঝি।

Image Source: Freepik

কিন্তু সকালে ঘুম থেকে উঠেও অনেকের চোখের পাতা ভারি লাগে।

Image Source: Freepik

চোখের উপর খুব চাপ পড়লে এই সমস্যা হতে পারে।

Image Source: Freepik

বিশেষজ্ঞদের কথায়, একে ডিজিটাল আই স্ট্রেন বলা হয়।

Image Source: Freepik

দীর্ঘক্ষণ ফোন বা ল্যাপটপ ব্যবহার করতে হলে এই সমস্যা হতে পারে।

Image Source: Freepik

এতে চোখ ক্লান্ত হয়ে পড়ে। পর্যাপ্ত ঘুমোলেও চোখের পাতা ভারি হয়ে থাকে।

Image Source: Freepik

চোখের উপর চাপ কমাতে ফোন বা ল্যাপটপের আলো ঘরের আলোর সমান রেখে কাজ করুন।

Image Source: Freepik

নিয়ম করে চোখ ঠান্ডা জল দিয়ে সাফ রাখুন।

একটি কাপড় বরফ ঠান্ডা জলে চুবিয়ে চোখের পাতায় চেপে রাখতে পারেন কিছুক্ষণ।

Image Source: Freepik

ব্লু লাইট ফিল্টারের চশমা কিনে নিতে পারেন।