কাজের ফাঁকে দোকান থেকে অনেকেই চা কিনে খান। ফ্লাক্সে চা রাখলে অনেকক্ষণ গরম থাকে। কিন্তু তার মানেই চা দীর্ঘক্ষণ ভাল থাকে তা কিন্তু নয়। স্বাস্থ্য বিশেষজ্ঞদের কথায়, দু-তিন ঘন্টা আগে করা চা না খাওয়াই ভাল। দু-তিন ঘন্টার মধ্যেই চা খেতে হবে। তার পর সেই চা নষ্ট হতে শুরু করে। চার ঘন্টা পর চা ঠাণ্ডা হয়ে গেলে তাতে ব্যাকটেরিয়া বাসা বাঁধতে শুরু করে। ফুড পয়জনিংয়ের আশঙ্কা থাকে। এমনিতে দুধ চায়ের মধ্যে বেশ কিছু পুষ্টিগুণ থাকে। কিন্তু ২-৩ ঘন্টা পর সেগুলি আর থাকে না। পেটের সমস্যাও হতে পারে ওই চা থেকে। ডিসক্লেমার: এই দাবি পরামর্শস্বরূপ। মেনে চলার আগে সরাসরি বিশেষজ্ঞের মত নিন।