আনন্দে হোক দুঃখে কান্নার সময় অশ্রু আসবেই।



তবে জানেন কি, একেক সময় একেক চোখে প্রথম জল আসে।



আনন্দের সময় কোন চোখে জল আসে প্রথমে ?



দুঃখের সময়েই বা কোন চোখ জলে ভরে ওঠে ?



কান্নার সময় অশ্রুপাত আসলে আমাদের আবেগের বহিঃপ্রকাশ।



ইউনিভার্সিটি অফ মেরিল্যান্ড বাল্টিমোরের এক বিজ্ঞানী অদ্ভুত তথ্য দিয়েছেন।



তিনি বলছেন, কান্নার সময় আমাদের মস্তিষ্কের বিশেষ অংশ সক্রিয় হয়।



হাসির সময়ও একই অংশ সক্রিয় হয়ে ওঠে মস্তিষ্কে।



আনন্দের সময় প্রথম ডান চোখে জল আসে।



অন্যদিকে দুঃখের সময় প্রথম জলে ভরে ওঠে বাঁদিকের চোখ।