মৌমাছি কামড়ালে সংশ্লিষ্ট জায়গায় খুব যন্ত্রণা হয় মৌমাছি কামড়ালে কী করতে হবে ? ত্বকের যে জায়গায় মৌমাছি কামড়াবে সেখানে বরফ বোলাতে থাকুন Essential Oil-এ অ্যান্টি-সেপ্টিক, অ্যান্টি-ব্যাক্টেরিয়াল ও অ্যান্টি-ফাঙ্গাল উপাদান থাকে এই পরিস্থিতিতে ত্বকে ল্যাভেন্ডার অয়েল লাগান মৌমাছি কামড়ালে অ্যালোভেরার জেলও লাগাতে পারেন মৌমাছি কামড়ানোর জায়গায় মধু বোলাতে পারেন হুল ফোটানো জায়গায় বেকিং সোডা ব্যবহার করতে পারেন মৌমাছি কাটার জায়গায় টুথপেস্টও লাগাতে পারেন