Image Source: ফ্রিপিক

মধু খেলে গলায় কিছুটা আরাম পাবেন।

Image Source: ফ্রিপিক

নুন জল দিয়ে কিছুক্ষণ গার্গল করতে পারেন।

Image Source: ফ্রিপিক

বেকিং সোডার জল দিয়ে গার্গল করলেও একই উপকার পাবেন।

Image Source: ফ্রিপিক

আদা চা খেলে গলায় কিছুটা আরাম পাবেন।

Image Source: ফ্রিপিক

পুদিনা পাতার চাও একইভাবে উপকারী হবে আপনার জন্য।

Image Source: ফ্রিপিক

মেথি দিয়ে চা বানিয়ে খেলে গলা ব্যথা কমবে।

Image Source: ফ্রিপিক

যষ্টিমধুও গলার ব্যথা কমাতে সাহায্য করে।

Image Source: ফ্রিপিক

গোলমরিচ মুখে রাখতে পারেন। এর ঝাঁঝ বেশ উপকারী।

Image Source: ফ্রিপিক

লবঙ্গও একইভাবে গলার জন্য উপকারী।

Image Source: ফ্রিপিক

ডিসক্লেইমার: এই দাবি পরামর্শস্বরূপ। মেনে চলার আগে সরাসরি বিশেষজ্ঞের মত নিন।