ত্বকের যত্নে হলুদ খুবই কার্যকরী তবে হলুদের বেশ কিছু ভুল ব্যবহারের সময় প্রায়ই হয়ে থাকে

হলুদ ব্যবহারের সময় কী কী ভুল হয়? জেনে নিন কোন কাজগুলো মুখে হলুদ লাগানোর সময় এড়িয়ে চলবেন

হলুদ নিজেই শক্তিশালী উপাদান গোলাপজল, দুধ অথবা জল মিশিয়ে মুখে লাগালে সমস্যা হবে না

হলুদ মাখানোর পর অনেকক্ষণ মুখে মিশ্রণটা রেখে দেওয়া হয় এটি ত্বকের জন্য মারাত্মক ক্ষতিকর

হলুদের পেস্ট লাগানোর পর ২০ মিনিটের মধ্যে মুখ ধুয়ে ফেলুন না হলে মুখ কালো হয়ে যাবে

হলুদ লাগানোর পর ঠান্ডা জল দিয়ে মুখ ধোওয়া উচিত গরম জলে মুখ ধুলে রঙের পরিবর্তন হতে পারে

অনেকেই হলুদ ব্যবহারের পর মুখে ফেসওয়াশ ব্যবহার করেন, ঠিক নয় এতে হলুদের কার্যকারিতা নষ্ট হয়ে যাবে

Thanks for Reading. UP NEXT

সুখনিদ্রা পেতে ঘুমের আগে এই অভ্যাসগুলো বন্ধ করুন

View next story