লিপস্টিক পরার আগে ঠোঁট ময়শ্চারাইজড করে নেওয়া ভাল। তাই হাল্কা ক্রিম লাগিয়ে নিতে পারেন।

Published by: ABP Ananda
Image Source: Pexels

লিপস্টিক যাতে ঠোঁটের বাইরে বেরিয়ে না যায়, তার জন্য আগে আউটলাইন এঁকে নিন লিপ পেন্সিল দিয়ে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

যদি মেকআপ হাল্কা রাখেন, তাহলে গাঢ় রঙের লিপস্টিক পরুন। দিনের বেলায় একটু হাল্কা রং পরতে পারলে ভাল।

Published by: ABP Ananda
Image Source: Pexels

লিপস্টিক পরার পর তা হাল্কা পাউডার দিয়ে সেট করে নিতে পারেন।

Published by: ABP Ananda
Image Source: Pexels

ঠোঁট ফাঁটার কিংবা শুকনো হয়ে যাওয়ার প্রবণতা থাকলে লিকুইড লিপস্টিক ব্যবহার না করাই ভাল।

Published by: ABP Ananda
Image Source: Pexels

রুক্ষ-শুষ্ক ঠোঁটের ক্ষেত্রে ক্রেয়ন জাতীয় লিপস্টিক ব্যবহার করলে ঠোঁট হাইড্রেটেড, ময়শ্চারাইজড থাকবে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

ন্যুড কালার শেডের লিপস্টিক ব্যবহার করলে লুক দেখতে লাগে একদম অন্য ধরনের।

Published by: ABP Ananda
Image Source: Pexels

লিপস্টিক পরার সময় ঠোঁটের বাইরে বেরিয়ে গেলে টিস্যু আলতে হাতে তা মুছে নিতে হবে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

গ্লিটার দেওয়া চকচকে শাইনিং লিপস্টিক ব্যবহার করলে সেই অনুসারেই মেকআপ করতে হবে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

লিপস্টিক তোলার সময় কখনই জোরে ঘষবেন না। এর ফলে ঠোঁট খুব রুক্ষ এবং শুষ্ক হয়ে যেতে পারে ।

Published by: ABP Ananda
Image Source: Pexels