ভুলেও আমের সঙ্গে খাবেন না এই চার খাবার

গরমের মরসুমে আম কমবেশি সকলেরই পছন্দ

মিষ্টি ও রসালো স্বাদের জন্য সুপরিচিত এই ফল

আম-এ ভরপুর ভিটামিন, ফাইবার ও অ্য়ান্টি-অক্সিডেন্ট থাকে

কিন্তু, আমের সঙ্গে কিছু খাবার খেতে অনেক সময় নিষেধ করা হয়

দইয়ের সঙ্গে আম খাওয়া উচিত নয়

দইয়ে প্রোবায়োটিকস থাকে। যে কারণে, এটি আমের সঙ্গে খেলে পাচন সংক্রান্ত সমস্যা হতে পারে

মশলাদার খাবারের সঙ্গেও আম খাওয়া উচিত নয়

এছাড়া আমের সঙ্গে কোল্ড ড্রিঙ্কসের মতো জিনিসও খাওয়া উচিত নয়

এছাড়া টক ফলের সঙ্গেও আম খাওয়া উচিত নয়। কারণ, উভয়েই অ্যাসিড-জাতীয়