খালি পেটে দুধ পানের উপকার কী ? খালি পেটে দুধ পান করলে পাচন হয় মজবুত। পেট সংক্রান্ত সমস্যাও কেটে যায় দুধ পান করলে শরীর হাইড্রেট থাকে এবং জলের অভাব হয় না ওজন বাড়ানোর জন্য খালি পেটে দুধ পান একটি ভাল বিকল্প। কারণ এতে ক্যালোরি ও প্রোটিন থাকে দুধে ক্যালসিয়াম থাকে যা হাড়কে মজবুত করে। অস্টিওপুরোসিস ঠেকায় খালি পেটে দুধ পান করলে পুষ্টি পায় দাঁত দুধে ভিটামিন ও মিনারেল থাকে। যা ত্বক ও চুলের জন্য উপকারী খালি পেটে দুধ পান করলে শরীর ডিটক্সিফাই হয় দুধ পান করলে পেটের রোগ, যেমন গ্যাস্ট্রিক ও অ্যাসিডিটির সমস্যা দূর হয় খালি পেটে দুধ পান করলে শরীর এনার্জি পায় ও ক্লান্তি দূর হয়