ঘুম থেকে উঠে দৌড় দিলেই হল না হাজার কাজ থাকলেও বিছানা ঝাড়া অবশ্যই উচিত দিনের শুরুতে রোজ কেন বিছানা ঝাড়া উচিত জানুন দিনের শুরুটাই হবে পরিষ্কার-পরিচ্ছন্নতার মাধ্যমে সামান্য এই কাজই অন্য কাজে উৎসাহ জোগাতে পারে ঘর যত অগোছালোই হোক না কেন, বিছানা পরিষ্কার থাকলে ভাল দেখায় ভাল কাজ দিয়ে শুরু করলে, অন্য কাজেও মন বসে বিছানা পরিষ্কার করলে মনও কিন্তু ভাল থাকে আপনি যে যত্নশীল মানুষ, তা ফুটে ওঠে এই অভ্যাসে বিছানা পরিষ্কার রাখলে, নিজের প্রতিও ভাললাগা জন্মায়