ফ্রিজে রাখা দুধ আপনাকে অসুস্থ করে তুলতে পারে

আপনি কি এই তথ্যটি জানেন যে, ভুলভাবে ফ্রিজের দুধ একজন সুস্থ মানুষকেও অসুস্থ করে তুলতে পারে ?

আপনিও যদি ফ্রিজে ভুলভাবে দুধ রাখেন, তাহলে তা আপনাকে অসুস্থ করে তুলতে পারে

রেফ্রিজারেটরের দরজায় দুধ রাখা উচিত নয়

বিশেষজ্ঞদের মতে, ফ্রিজের দরজার জায়গা অতটা ঠান্ডা থাকে না

যে কারণে দুধ খারাপ হওয়ার ঝুঁকি বেশি থাকে

যখনই ফ্রিজের দরজা খোলা হয়, এতে রাখা জিনিস ঘরের তাপমাত্রার সংস্পর্শে চলে আসে

যাতে গরম ও তাপমাত্রার ওঠা-নামার কারণে ব্যাক্টেরিয়া পড়ে যেতে পারে

তাই, দুধকে ফ্রিজের নীচের শেল্ফে সুনির্দিষ্ট জায়গায় রাখুন

কারণ, দুধকে ফ্রিজের যত নীচে রাখবেন, তা ততটাই ঠান্ডা থাকবে