দুধ চা ঠাণ্ডা হয়ে গেলে ঠিক মুখে রোচে না। তাই ফের খেতে হলে অনেকেই চা গরম করে নিয়ে খান। কিন্তু দুধ চা যতবার ইচ্ছে গরম করা যায় না। চা তৈরি করার চার ঘন্টা পর আর সেই চা গরম করা উচিত নয়। চা তৈরির ১৫ মিনিট পর ঠাণ্ডা হয়ে গেলে ফের গরম করা যায়। ১৫ মিনিট থেকে ৪ ঘন্টা সময়ের মধ্যে প্রয়োজনমতো দুধ চা গরম করতে পারেন। তবে বারবার গরম করলে সেই চায়ের পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। তাই একবার তৈরি করার পরই চা খাওয়া ভাল। দরকারে একটি ফ্লাক্সে চা রাখতে পারেন। তাহলে বারবার গরম করতে হয় না। গ্যাসের খরচও বাঁচে।