Image Source: ফ্রিপিক

দুধ চা ঠাণ্ডা হয়ে গেলে ঠিক মুখে রোচে না।

Image Source: ফ্রিপিক

তাই ফের খেতে হলে অনেকেই চা গরম করে নিয়ে খান।

Image Source: ফ্রিপিক

কিন্তু দুধ চা যতবার ইচ্ছে গরম করা যায় না।

Image Source: ফ্রিপিক

চা তৈরি করার চার ঘন্টা পর আর সেই চা গরম করা উচিত নয়।

Image Source: ফ্রিপিক

চা তৈরির ১৫ মিনিট পর ঠাণ্ডা হয়ে গেলে ফের গরম করা যায়।

Image Source: ফ্রিপিক

১৫ মিনিট থেকে ৪ ঘন্টা সময়ের মধ্যে প্রয়োজনমতো দুধ চা গরম করতে পারেন।

Image Source: ফ্রিপিক

তবে বারবার গরম করলে সেই চায়ের পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়।

Image Source: ফ্রিপিক

তাই একবার তৈরি করার পরই চা খাওয়া ভাল।

Image Source: ফ্রিপিক

দরকারে একটি ফ্লাক্সে চা রাখতে পারেন।

Image Source: ফ্রিপিক

তাহলে বারবার গরম করতে হয় না। গ্যাসের খরচও বাঁচে।