শরীরের কথা মাথায় রেখে
রাস্তার খাবার এড়িয়ে চলি


তবে কখনও কখনও কিছু
স্ট্রিটফুড খাওয়া যেতে পারে


মুড়ি, শশা, পেঁয়াজ দিয়ে
মাখা হয় ভেলপুরী


শুধু মশলা-সস কম হতে হবে,
সঙ্গে সঙ্গে শশা-পেঁয়াজ কাটা ভাল


ছোলায় প্রচুর প্রোটিন ও
ফাইবার মজুত থাকে


পরিষ্কার-পরিচ্ছন্নতা দেখে
খেতেই পারেন রাস্তায়


বর্ষার দিনে রাস্তায় সেঁকা
ভুট্টা খেয়েছেন নিশ্চয়ই?


ভুট্টা খেলে শরীর
খারাপ হয় না


স্ট্রিটফুড হিসেবে
খেতে পারেন ইডলিও


স্বাস্থ্যকর তো বটেই,
হজমে সমস্যা হয় না


রাস্তায় সেদ্ধ ডিম
কিনেও খেতে পারেন


তবে এ ব্যাপারে
চিকিৎসকদের সঙ্গে কথা বলে নিন