যাঁদের অয়েলি স্কিন বর্ষাকালে তাঁদের ত্বকে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে।



বর্ষার মরশুমে বাতাসে অতিরিক্ত পরিমাণে আর্দ্রতা থাকার ফলে সিবাম উৎপাদন বেশি হয় আমাদের ত্বকে।



সিবাম বেশি পরিমাণে উৎপন্ন হওয়ার ফলে এমনিতেই ত্বক তেলতেলে হয়ে যায়।



আর আপনার যদি এমনিতেই অয়েলি স্কিন হয় তাহলে সিবাম আরও বেশি উৎপাদন হবে এবং ত্বক চিটচিটে হয়ে যাবে।



তাই যাঁদের ত্বক তেলতেলে ধরনের বর্ষায় তাঁদের ত্বকে একটু বেশি যত্ন প্রয়োজন।



সঠিক পরিচর্যা না হলে বর্ষার মরশুমে অয়েলি স্কিনে ব্রনর সমস্যা দেখা দিতে পারে মারাত্মক ভাবে।



সবার আগে ত্বক পরিষ্কার রাখার দিকে নজর দিন। সারাদিনে বেশ কয়েকবার মুখ ধুয়ে নিতে হবে। ব্যবহার করুন হাল্কা জেল বেসড ফেসওয়াশ।



বর্ষার দিনেও বাড়ির বাইরে বেরোলে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করুন। জেল বেসড সানস্ক্রিন ব্যবহার করতে পারলেই ভাল।



ত্বকে স্ক্রাব করা জরুরি বর্ষার মরশুমে। এর সাহায্যে ত্বকে জমে থাকা ময়লা, ডেড স্কিন সেল দূর হবে সহজেই।



জল খেতে হবে সঠিক পরিমাণে। তাহলে বডি ডিটক্সের মাধ্যমে দূষিত পদার্থ শরীর থেকে বেরিয়ে যাবে। আর ত্বকে সিবাম উৎপাদনের পরিমাণ নিয়ন্ত্রণে থাকবে।