সজনে পাতায় ফুসফুসের রোগের কষ্ট কমে।(ছবি সৌজন্য- পিক্সাবে)

হাঁপানি বা যক্ষার রোগীরা সজনে পাতা বা ফুল খেলে সুস্থ থাকেন।(ছবি সৌজন্য- পিক্সাবে)

সজনে পাতার রস খেলে রক্তে শকর্রার মাত্রা নিয়ন্ত্রণে থাকে বলেও অনেকের বিশ্বাস।(ছবি সৌজন্য- পিক্সাবে)

পুরুষত্বহীনতা দূর করতেও সজনে পাতার ব্যবহার করা হয়।(ছবি সৌজন্য- পিক্সাবে)

চিকিৎসকরা বলেন, গাজরের থেকে ৪ গুণ বেশি ভিটামিন রয়েছে সজনে পাতায়।(ছবি সৌজন্য- পিক্সাবে)

চোখের রোগ দূর করার পাশাপাশি দৃষ্টি শক্তিও বাড়ায় মহা উপকারী এই পাতা।(ছবি সৌজন্য- পিক্সাবে)

দুধের থেকে ৪ গুণ বেশি ক্যালসিয়াম রয়েছে সজনে পাতায়।(ছবি সৌজন্য- পিক্সাবে)

ডিসক্লেমার : এই ব্যাপারে কোনও মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ এই সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।(ছবি সৌজন্য- পিক্সাবে)