লেবুর জলে উপস্থিত ভিটামিন C রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং টক্সিন বের করতে সাহায্য করে
October 1, 2024
Published by: ABP Ananda
এক গ্লাস ঈষদুষ্ণ জলে দু টেবিল চামচ লেবুর জল মেশাতে হবে, খালি পেটে ওই জল পান করতে হবে
October 1, 2024
Published by: ABP Ananda
আদা চা-তে প্রদাহ বিরোধী এবং হজমে সাহায্য করতে পারে এমন উপাদান রয়েছে
October 1, 2024
Published by: ABP Ananda
আদা কুচি দিয়ে জল ফোটাতে হবে, এরপর তাতে চা দিয়ে ফুটিয়ে লেবু এবং মধু মিশিয়ে পান করুন
October 1, 2024
Published by: ABP Ananda
শসাতে এমন এনজাইম রয়েছে যা বিপাকে সাহায্য করে এবং পুদিনা হজম প্রক্রিয়াকে সহজ করে
October 1, 2024
Published by: ABP Ananda
শসা এবং পুদিনা একসঙ্গে পেস্ট করে তাতে মধু এবং লেবু মিশিয়ে পান করে নিন, পেট ঠান্ডা থাকবে দীর্ঘক্ষণ
October 1, 2024
Published by: ABP Ananda
pH লেভেলের ভারসাম্য বজায় রাখে অ্যাপল সিডার ভিনিগার, পেট ফাঁপা দূর করে এবং মেটাবলিজম বাড়ায়
October 1, 2024
Published by: ABP Ananda
এক গ্লাস জল এক বা দু চামচ অ্যাপল সিডার ভিনিগার মিশিয়ে পান করে নিন
October 1, 2024
Published by: ABP Ananda
অ্যালোভেরার নির্যাস, শসা এবং পুদিনা একসঙ্গে মেশাতে হবে মিক্সার মেশিনে
October 1, 2024
Published by: ABP Ananda
এরপর তাতে সামান্য জল মিশিয়ে পান করে নিতে হবে, এতে কোষ্ঠাকাঠিন্যের সমস্যা, বদহজম দূর হবে
October 1, 2024
Published by: ABP Ananda
ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।