ত্বকের যত্নে মুলতানি মাটি ব্যবহারের পাশাপাশি চুলের যত্নেও ব্যবহার করা যায়



ব্যবহার করার আগে মনে রাখতে এই মাটি যে কোনও ধরনের চুলের ক্ষেত্রে উপযোগী



গভীরে গিয়ে চুল পরিষ্কার করে, রুক্ষতা দূরে চুল রাখে সফট



এতে রয়েছে পর্যাপ্ত খনিজ পদার্থ এবং পুষ্টি উপাদান যা চুলের স্বাস্থ্য ভাল রাখে



চুল গজাতে সাহায্য করে পাশাপাশি, দূর করে খুসকি



স্ক্যাল্পে রক্ত সঞ্চালন ক্ষমতা বাড়ায় তাতে চুল বাড়ে দ্রুত



প্রাকৃতিক ক্লিনজারের কাজ করে মুলতানি মাটি, তাই স্ক্যাল্পকে ভাল রাখতে পারে এই মাটি



চুল মসৃণ এবং চকচকে করতে পারে মুলতানি মাটি, নিয়ম মেনে ব্যবহার করলে চুল হতে পারে ঝলমলে



অতিরিক্ত তেল শুষে নিয়ে তৈলাক্ত স্ক্যাল্পের সমস্যার সমাধান করতে পারে মুলতানি মাটি



ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।