তেলে ভিটামিন, মিনারেল, ফ্যাটি অ্যাসিড থাকায় চুলে এবং স্ক্যাল্পে পুষ্টি মেলে

Published by: ABP Ananda

চুল ছেঁড়া, রুক্ষতা কমাতে পারে হেয়ার ওয়েল, রাখতে পারে ময়শ্চারাইজ়ড

Published by: ABP Ananda

রক্ত সঞ্চালনা বাড়াতে সাহায্য করে ওয়েল মাসাজ, ফলে চুলের বৃদ্ধিও হয়

Published by: ABP Ananda

বাইরের দূষণ, সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে চুলকে রক্ষা করে তেল

Published by: ABP Ananda

রুক্ষ চুল হলে সপ্তাহে কমপক্ষে তিনদিন তেল মাখতেই হবে

Published by: ABP Ananda

তৈলাক্ত চুল হলে ওয়েল মাসাজ করে আধ ঘণ্টা রেখে শ্যাম্পু করে ফেলতে হবে

Published by: ABP Ananda

চুলের ধরণ সাধারণ বা নর্মাল হলে সপ্তাহে এক থেকে দুবার তেল মাখতে হবে

Published by: ABP Ananda

ড্রাই স্ক্যাল্প হলে সপ্তাহে ২ থেকে ৩ বার ব্যবহার করতে হবে, তাতে ময়শ্চারাইজ থাকবে স্ক্যাল্প

Published by: ABP Ananda

তৈলাক্ত স্ক্যাল্প হলে সেবাম নিঃসরণ হয় বেশি পরিমাণে তাই সপ্তাহে একদিন ওয়েল মাসাজ করে শ্যাম্পু করে ফেলতে হবে

Published by: ABP Ananda

ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Published by: ABP Ananda