Image Source: ফ্রিপিক

আমাদের রোমের নিচে সিবেসিয়াস গ্রন্থি থাকে। এখান থেকে তেলের ক্ষরণ বেড়ে গেল ত্বক তৈলাক্ত হয়ে যায়।

Image Source: ফ্রিপিক

তৈলাক্ত ত্বক হলে চুলের গোড়াতেও জমতে পারে তেল।

Image Source: ফ্রিপিক

অতিরিক্ত তেল হেয়ার ফলিকলগুলিকে ব্লক করে দেয়। ফলে চুলের বৃদ্ধি বন্ধ হয়ে যায়।

Image Source: ফ্রিপিক

এমনকি চুল পড়াও বেড়ে যেতে পারে।

Image Source: ফ্রিপিক

অনেকে চুল রোজ ধুয়ে স্নান করেন না। তৈলাক্ত ত্বক হলে রোজ চুল ধোওয়া ভাল।

Image Source: ফ্রিপিক

চুল পড়া থামাতে নানা ধরনের টোটকাও অনেকে ব্যবহার করেন।

Image Source: ফ্রিপিক

তেল রয়েছে এমন টোটকা কাজে লাগানোর সময় সবশেষে অবশ্যই ভাল করে শ্যাম্পু করতে হবে।

Image Source: ফ্রিপিক

ময়শ্চারাইজিং শ্যাম্পু অনেকে ব্যবহার করেন। তৈলাক্ত ত্বক হলে তা কম ব্যবহার করাই ভাল।

Image Source: ফ্রিপিক

তৈলাক্ত ত্বক হলে চুলে শ্যাম্পু ঘন ঘন করতে পারেন। এতে চুলের ময়লা বেশি দিন জমে থাকে না।

Image Source: ফ্রিপিক

ডিসক্লেমার: এই দাবি পরামর্শস্বরূপ। মেনে চলার আগে সরাসরি বিশেষজ্ঞের মত নিন।