ফল আপনার শরীরের জন্য সবচেয়ে উপকারী, অনেকেই বলেন, খাবার পরে ফল খেতে। এতে শরীরে একাধিক উপকার হয়
তবে এমন একটি ফল রয়েছে, যেটি খাবার পরে ওষুধ খেলে সমস্যা হতে পারে।
সেই ফলটি হল আঙুর। অনেক সময়েই ওষুধের সঙ্গে আঙুরের রস মিশে শরীরে একাধিক সমস্যা তৈরি করতে পারে।
সেই কারণে, প্রয়োজনীয় পুষ্টিগুণ থাকলেও অনেক সময়ে চিকিৎসকেরা ওষুধের সঙ্গে আঙুর খেতে বারণ করেন
আসুন জেনে নেওয়া যাক, আঙুরের সঙ্গে ওষুধ খেলে শরীরে কী কী সমস্যা দেখা দিতে পারে?
আঙুরের মধ্যে থাকা রাসায়নিক উপাদান অনেক সময়ে হজমে সমস্যা তৈরি করতে পারে।
তবে যে কোনও ওষুধ নয়, কয়েকটি মাত্র ওষুধ রয়েছে যেগুলো আঙুর খাওয়ার পরে খাওয়া যায় না
কোলেস্টেরল, ব্লাড প্রেশার ও বেশ কয়েকটি অ্যান্টিবায়োটিক রয়েছে, যেগুলির আগে ও পরে আঙুর খাওয়া উচিত নয়।
এই কারণে চিকিৎসকেরা কিছু ওষুধ দিলে একবার জেনে নেওয়া দরকার তার আগে ও পরে আঙুর খাওয়া যাবে কি না
তবে কেবল আঙুর নয়, অনেক সময়ে অনেক ফল শরীরে বিভিন্ন সমস্যা তৈরি করতে পারে।
যেমন কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকলে বেশ কিছু ফল খাওয়া যায় না।