গরমে পায়ে ফোসকা পড়ার আশঙ্কা বেশি। তাছাড়া রোজই হাঁটাহাঁটির কাজ থাকলে এই আশঙ্কা বাড়ে। পায়ের ফোস্কা এড়াতে কিছু সহজ টিপস জেনে রাখতে পারেন। এতে তীব্র গরমে ফোস্কার যন্ত্রণা পোহাতে হবে না। পায়ের যেখানে বেশি ফোস্কা পড়ে, সেখানে অ্যালোভেরা জেল লাগিয়ে নিন। একই ভাবে ব্যবহার করতে পারেন পেট্রোলিয়াম জেলি। জেলজাতীয় উপাদানের বদলে কাজ দেয় নারকেল তেলও। পায়ে কিছুটা পাউডার দিতে পারেন। এতে ঘষা লাগলেও ফোস্কা পড়ে না সহজে। মোজা পরলে ফোস্কা এড়ানো কিছুটা সহজ। ফোসকা পড়লে টুথপেস্ট লাগাতে পারেন ক্ষতস্থানে। মধু দিলেও ফোস্কার জ্বালা থেকে রেহাই মেলে। ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।