শুধু কমলালেবুর নয়, এই ফলের খোসাতেও রয়েছে অনেক গুরুত্বপূর্ণ পুষ্টিকর উপকরণ। অনেক গুণ কমলালেবুর খোসার।

Published by: ABP Ananda
Image Source: Pexels

তাই কমলালেবু খেয়ে খোসা ফেলে দেবেন না। বরং ব্যবহার করুন। জেনে নিন কমলালেবুর খোসা ব্যবহারের সঠিক উপায়। তাহলে সবচেয়ে বেশি উপকার পাবেন।

Published by: ABP Ananda
Image Source: Pexels

কমলালেবুর খোসায় রয়েছে নাইট্রোজেন এবং পটাশিয়ামের মতো উপকরণ। এর ফলে কমলালেবুর খোসা ভালভাবে রোদে শুকিয়ে বাগানে সার দিতে পারেন।

Published by: ABP Ananda
Image Source: Pexels

কমলালেবুর মতো এই ফলে রখোসাতেও রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

কমলালেবুর খোসায় রয়েছে ন্যাচারাল অয়েল। তাই কমলালেবুর খোসা ভাল করে শুনিয়ে নিয়ে তার থেকে স্ক্রাব তৈরি করা যায়। ত্বক উজ্জ্বল হবে এর সাহায্যে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

কমলালেবুর রয়েছে সুন্দর গন্ধ। তার এই ফলের খোসা থেকে সুগন্ধ যুক্ত রুম ফ্রেশনার তৈরি করে নিতে পারেন।

Published by: ABP Ananda
Image Source: Pexels

অ্যান্টিব্যাকটেরিয়াল উপকরণ থাকার ফলে কমলালেবুর খোসা ত্বকের যত্নে ব্যবহার র‍্যাশ, অ্যালার্জি থেকে দূরে থাকবেন আপনি।

Published by: ABP Ananda
Image Source: Pexels

কমলালেবুর খোসা ভাল করে রোদে শুকিয়ে তারপর গুঁড়ো করে নিতে হবে। এর মধ্যে মধু মিশিয়ে সারা শীতকালে ত্বকে ব্যবহার করুন স্ক্রাব হিসেবে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

কমলালেবুর খোসা শুকিয়ে গুঁড়ো করে তা চায়ের মধ্যে মিশিয়েও খেতে পারেন। সুস্থ থাকতে আপনাকে সাহায্য করবে এই বিশেষ চা।

Published by: ABP Ananda
Image Source: Pexels

ত্বকের উজ্জ্বলতা বজায় রাখার জন্য বাড়িতে তৈরি করা ফেস স্ক্রাব এবং ফেস প্যাকে কমলালেবুর খোসার শুকনো গুঁড়ো মেশাতে পারেন।

Published by: ABP Ananda
Image Source: Pexels