প্যাকেটের দুধ বারবার গরম করা ভাল ? বাড়িতে যে দুধের প্যাকেট আসে, সেই দুধও কি বারবার ফোটানো ভাল ? দুধের ক্ষতিকর ব্যাক্টেরিয়া দূর করতে ফুটিয়ে নেওয়া হয়। কিন্তু অনেকেই দুধ ফোটানোর সঠিক নিয়ম জানেন না। দুধ বারবার ফোটালে পুষ্টিগুণ নষ্ট হতে পারে। প্যাকেটের দুধ সামান্য গরম করে খাওয়া ভাল। তবে ১০ মিনিটের বেশি ফোটানো উচিত নয়। যতটা দুধ খাবেন, শুধু ততটুকুই ফুটিয়ে নিলে ভাল। দুধ ফুটে উঠলে প্রান্ত থেকে সর সরিয়ে দিতে হবে। ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।