পনির আর চিজ.. নিরামিষাশি থেকে শুরু করে যাঁরা আমিষ ভালবাসেন, সবাই এই দুটি জিনিস খেতে পছন্দ করেন।

Published by: ABP Ananda
Image Source: Pexels

দুটি জিনিসই দুধ থেকে তৈরি হলেও, এর মধ্যে রয়েছে অনেক পার্থক্য! কোনটা শরীরের পক্ষে বেশি ভাল?

Image Source: Pexels

পনিরে চিজের থেকে অনেক কম ফ্যাট আর কোলেস্টেরল থাকে। সাধারণ চিজ বা মোজেরেলায় কোলেস্টেরল আর ফ্যাট থাকে অনেক বেশি।

Image Source: Pexels

পনিরে সাধারণত কোনও ফ্লেভার হয় না, সেই জায়গা থেকে চিজ বিভিন্ন রকম ফ্লেভারে পাওয়া যায়।

Image Source: Pexels

পনির নিজেই একটা ডিশ, শুধু পনিরকে বিভিন্নভাবে রান্না করা যায় ও বাঙালি থেকে শুরু করে বিদেশি অনেক খাবারের সঙ্গেই খাওয়া যায়।

Image Source: Pexels

চিজকে আলাদাভাবে রান্না করা যায় না। সাধারণত পাঁউরুটি বা চাউমিন জাতীয় জিনিসের সঙ্গে খেতে হয় চিজ।

Image Source: Pexels

পনিরের তুলনায় চিজে অনেক বেশি ক্যালশিয়াম আর প্রোটিন থাকে। তবে এর সমস্যাও রয়েছে।

Image Source: Pexels

চিজে অত্যাধিক ফ্যাট আর সোডিয়াম থাকে। এর ফলে অনেকেরই চিজ খাওয়া উচিত নয়।

Image Source: Pexels

চিজ বারে বারে ফারমেন্ট হয়ে তৈরি হয়। এর ফলে চিজের একটা ভাল টেক্সচার থাকে।

Image Source: Pexels

২ থেকে ৬ মাস পর্যন্চ চিজ সংরক্ষণ করে রাখা যায়

Image Source: Pexels

পনির বেশিদিন সংরক্ষণ করা যায় না কারণ এটি দ্রুত নষ্ট হতে থাকে।

Image Source: Pexels