একটা বয়স পেরোলেই, ছেলেদের আর মেয়েদের বিয়ে দেওয়ার পরিকল্পনা করেন পরিবারের লোকেরা। তবে মেয়েদের ক্ষেত্রে একটু তাড়াতাড়িই এই পরিকল্পনা করা হয়।
বর্তমানে অবশ্য কেরিয়ার পরিকল্পনা করতে গিয়ে অনেক মেয়ে ও ছেলেই অবিবাহিত থাকেন। অনেকে আবার বিয়ে না করার সিদ্ধান্ত নেন।
তবে জানেন কি, এমন কিছু দেশ রয়েছে, যেখানকার মহিলারা প্রায় বিয়ে করেন না বললেই চলে! কিন্তু কেন?
বিশেষ একটি কারণেই এই দেশের মেয়েরা বিয়ে করতে পারেন না। কিন্তু কেন?
হংকং আর রাশিয়ায় এমন অনেক মেয়ে রয়েছেন, যাঁরা বিয়ে করতে পারেন না
এমন নয় যে মহিলারা শখ করে বিয়ে করেন না, আসলে তাঁদের বিয়ে করার কোনও উপায় থাকে না।
কারণ হল, এই দেশগুলিতে নারী ও পুরুষের লিঙ্গের অনুপাত। এখানে পুরুষের তুলনায় নারীদের সংখ্য়া অনেক বেশি।
সালভাদর, এস্তোনিয়া এবং বেলারুশের মতো দেশেও বিপুল সংখ্যক মেয়ে বিয়ে করতে পারেন না।
নারী ও পুরুষের জনসংখ্যার পার্থক্যই এই দেশে নারীদের বিয়ে না হওয়ার অন্যতম কারণ
রাশিয়ায় মহিলাদের জনসংখ্যা ৫৩.৫০% এবং পুরুষদের জনসংখ্যা কেবল ৪৬.৫০%