খাওয়াদাওয়ার পর সবথেকে বড় কাজ, বাসনের তেল পরিষ্কার, আর তা করতে গিয়েই নাজেহাল অবস্থা
ABP Ananda

খাওয়াদাওয়ার পর সবথেকে বড় কাজ, বাসনের তেল পরিষ্কার, আর তা করতে গিয়েই নাজেহাল অবস্থা



তেল পরিষ্কারে বেকিং সোডা এবং লেবু ব্যবহার করতে পারেন
ABP Ananda

তেল পরিষ্কারে বেকিং সোডা এবং লেবু ব্যবহার করতে পারেন



দু চামচ বেকিং সোডা জল বা তেল দিয়ে পেস্ট করে বাসনে লাগাতে হবে, কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলতে হবে
ABP Ananda

দু চামচ বেকিং সোডা জল বা তেল দিয়ে পেস্ট করে বাসনে লাগাতে হবে, কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলতে হবে



ভিনিগার ব্যবহার করেও বাসনের দাগ তুলতে পারেন
ABP Ananda

ভিনিগার ব্যবহার করেও বাসনের দাগ তুলতে পারেন



ABP Ananda

সংশ্লিষ্ট বাসন ভিনিগারে পরিপূর্ণ করে স্ক্রাব করে তেল বের করতে হবে, তারপর সাবান দিয়ে ধুয়ে ফেলতে হবে



ABP Ananda

সাবান এবং গরম জলের মিশ্রণে উঠতে পারে বাসনের তেল



ABP Ananda

গরম জলের সঙ্গে সা্বান মিশিয়ে ১৫ মিনিট বাসনে মাখিয়ে রাখতে হবে, তারপর ধুয়ে ফেলতে হবে



ABP Ananda

যে কোনও দাগ ছোপ তুলতে লেবুর জুড়ি মেলা ভার



ABP Ananda

বাসনে লেবু মাখিয়ে রোদে কিছুক্ষণ রেখে দিলে তেল উঠে যেতে পারে



তেলের দাগযুক্ত বাসনে নুন মিশিয়ে কিছুক্ষণ রেখে স্ক্রাব করে ফেললে পরিষ্কার হতে পারে



নুন ধুয়ে ফেলে তাতে সাবান দিয়ে ধুয়ে ফেলতে হবে



ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় পদ্ধতি ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।