বর্তমান যুগে যতই কফফোর্টার আর ব্ল্যাঙ্কেট ছড়াছড়ি তবে লেপের জায়গাটি বহুবছর ধরে একইরকম রয়ে গেছে

শীতে বাড়িতে বাড়িতে কম্বল-লেপ রোদে দেওয়ার হিড়িক পড়ে লেপ মানেই লাল কাপড়, আজও রঙের ভিড়েও একটা আলাদাই স্মৃতি এই লেপ

তবে এই লেপ তৈরিতে কেন লাল রঙের কাপড় ব্যবহার করা হয়? মুর্শিদাবাদে তুলোর লাল রঙে শুকিয়ে ভরা হত মখমলের মাঝখানে, সেই মখমলের রঙ ছিল লাল

বর্তমানে উচ্চমূল্যের কারণে মখমলের কাপড় আর ব্যবহার হয় না কিন্তু লাল কাপড় ব্যবহারের প্রথা চালু রয়েছে আজও

বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলি খানের আমল থেকেই প্রথম লেপের উল্লেখ পাওয়া যায় রীতি অনুযায়ী লাল মখমলের কাপড় ব্যবহার করে লেপ সেলাই করা হতো

লেপের রঙ লাল হওয়ার আরও কিছু কারণ আছে লেপ কখনো ধোওয়া যায় না, লাল কাপড় ব্যবহারের ফলে ময়লা কম চোখে পড়ে

তবে লেপের রঙের আসল কারণ নিয়ে এখনও মতান্তর রয়েছে অনেকেই মনে করেন, ইতিহাস বা ঐতিহ্যের রীতি মেনে নয়, ব্যবসার খাতিরেই এমনটা করা হয়

ক্রেতার দৃষ্টি আকর্ষণ করতে লাল কাপড়ে মুড়ে রাখা হয় লেপ যেন দূর থেকেই তা ক্রেতার দৃষ্টি আকর্ষণ করতে পারে