চুল ঝরার সমস্যায় এখন জর্জরিত আট থেকে আশি। কী কী কারণে হতে পারে চুল ঝরার মতো সমস্যা?
চুল ঝরার জন্য কেবল শ্যাম্পু বা সাবান দায়ী নয়, রোজকার ডায়েট ও প্রভাব ফেলে চুলের স্বাস্থ্যের ওপর
তবে জানেন কি, জল কম খেলেও চুল ঝরার মতো সমস্যায় ভুগতে পারেন যে কোনও সাধারণ মানুষ
জীবনযাত্রা থেকে শুরু করে খাদ্যাভাস, সবই প্রভাব ফেলে চুলের স্বাস্থ্যের ওপর। অনিয়মের ফলেই চুল ঝরতে পারে।
জল কম খেলে শরীরে ডিহাইড্রেশনের মতো সমস্যা হতে পারে। এটা কিন্তু চুল পরার অন্যতম কারণ।
অনেক সময়ে পলিসিস্টিক ওভারির মতো সমস্যা থাকলে তার কারণেও চুল পড়তে পারে।
মাথার ত্বকে কোনওরকম ইনফেকশন বা খুশকি হলে চুল পড়ার মতো সমস্যা হতে পারে।
থাইরেডের সমস্যা থাকলে অনেক সময়ে চুল পড়তে পারে। এক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
জল কম খেলে তা চুলের আর্দ্রতা নষ্ট করে দেয়। সেই কারণেই জল খেলে চুল পড়ার মতো সমস্যা কমতে পারে।
মেয়েদের ক্ষেত্রে সন্তান হওয়া, অন্তঃসত্ত্বা থাকাকালীন অনেক সময়ে চুল পড়তে পারে। তবে এটা কিছুটা সময়ের জন্য।
কম জল খেলে চুলের গোড়া দুর্বল হতে পারে আর চুল দ্রুত ঝরতে পারে।