চুল ঝরার সমস্যায় এখন জর্জরিত আট থেকে আশি। কী কী কারণে হতে পারে চুল ঝরার মতো সমস্যা?

Published by: ABP Ananda
Image Source: PEXELS

চুল ঝরার জন্য কেবল শ্যাম্পু বা সাবান দায়ী নয়, রোজকার ডায়েট ও প্রভাব ফেলে চুলের স্বাস্থ্যের ওপর

Image Source: PEXELS

তবে জানেন কি, জল কম খেলেও চুল ঝরার মতো সমস্যায় ভুগতে পারেন যে কোনও সাধারণ মানুষ

Image Source: PEXELS

জীবনযাত্রা থেকে শুরু করে খাদ্যাভাস, সবই প্রভাব ফেলে চুলের স্বাস্থ্যের ওপর। অনিয়মের ফলেই চুল ঝরতে পারে।

Image Source: PEXELS

জল কম খেলে শরীরে ডিহাইড্রেশনের মতো সমস্যা হতে পারে। এটা কিন্তু চুল পরার অন্যতম কারণ।

Image Source: PEXELS

অনেক সময়ে পলিসিস্টিক ওভারির মতো সমস্যা থাকলে তার কারণেও চুল পড়তে পারে।

Image Source: PEXELS

মাথার ত্বকে কোনওরকম ইনফেকশন বা খুশকি হলে চুল পড়ার মতো সমস্যা হতে পারে।

Image Source: PEXELS

থাইরেডের সমস্যা থাকলে অনেক সময়ে চুল পড়তে পারে। এক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

Image Source: PEXELS

জল কম খেলে তা চুলের আর্দ্রতা নষ্ট করে দেয়। সেই কারণেই জল খেলে চুল পড়ার মতো সমস্যা কমতে পারে।

Image Source: PEXELS

মেয়েদের ক্ষেত্রে সন্তান হওয়া, অন্তঃসত্ত্বা থাকাকালীন অনেক সময়ে চুল পড়তে পারে। তবে এটা কিছুটা সময়ের জন্য।

Image Source: PEXELS

কম জল খেলে চুলের গোড়া দুর্বল হতে পারে আর চুল দ্রুত ঝরতে পারে।

Image Source: PEXELS