ঘুম ভাঙার পর ফোনে চোখ রাখার অভ্যাস অনেকেরই আছে

Published by: ABP Ananda

যাতে আসলে একাধিক ক্ষতির আশঙ্কা থাকে, তাই জানতে হবে কেন দেখবেন না মোবাইল?

Published by: ABP Ananda

স্বচ্ছ এবং পরিষ্কার ভাবনা তৈরিতে বাধা হয়ে দাঁড়াতে পারে

Published by: ABP Ananda

ফোন থেকে সকালে দূরে থাকলে ভাবনার বিকাশে সাহায্য করে

Published by: ABP Ananda

সকালে ঘুম থেকে ফোন দেখলে মানসিক চাপ এবং উদ্বেগ বাড়তে পারে

Published by: ABP Ananda

সকালে চোখ খুলেই ফোনে দেখলে ঘুমের উপরও প্রভাব পড়ে

Published by: ABP Ananda

এই অভ্যাস ত্যাগ করলে যোগাসন এবং শরীরচর্চার ইচ্ছে বাড়ে, তাতে সার্বিকভাবে স্বাস্থ্য ভাল থাকে

Published by: ABP Ananda

ঘুম থেকে উঠে ফোনে মুখ গুঁজে বসে না থেকে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বললে সম্পর্ক দৃঢ় হয়

Published by: ABP Ananda

প্রতিদিনের জীবনে চ্যালেঞ্জ নিতে সক্ষম হওয়া সম্ভব হয়

Published by: ABP Ananda

ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Published by: ABP Ananda