কাজের চাপে সঙ্গে সঙ্গে চা খাওয়া হয়ে ওঠে না।
ছবি- ফ্রিপিক


গরম চা প্রায়দিনই ঠান্ডা হয়ে যায়। খাওয়া যায় না।



সেই ঠান্ডা চা ফের গরম করে অনেকেই খান রোজ।



জানেন, বারবার ফোটানো চা খাওয়া স্বাস্থ্যকর নয় মোটেও।



চা বারবার গরম করলে ক্যাফিন, ট্যানিন সবই নষ্ট হয়।



এভাবে প্রতিদিন চা খেলে খাদ্যনালির ক্যানসার পর্যন্ত হতে পারে।



দুধ চা বারবার গরম করে খেলে হজমশক্তি নষ্ট হয়।



পেটের সমস্যা দেখা দিতে পারে এভাবে চা খেলে।



ঠান্ডা চায়ে নাকি ব্যাকটেরিয়া তৈরি হয়, তাই সাবধান।



তাছাড়া বারবার ফোটানো চায়ের স্বাদ-গন্ধ কিছুই সেভাবে থাকে না।
ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।