বাইরে থেকে বৃষ্টিতে ভিজে এলে ধুয়ে নিন।
কাচার আগে জামাকাপড় সাবান জলে রাখুন।
জামাকাপড়ের গন্ধ দূর করতে লেবু উপকারি।
দুর্গন্ধ সৃষ্টিকারী ফাঙ্গাসের মুক্তি দেয় পাতিলেবু।
ফাঙ্গাস দূর করতে বেকিং সোডাও দিতে পারেন।
ভিনিগার সলিউসনও এক্ষেত্রে খুব কাজ দেয়।
বর্ষাকালে একসঙ্গে অনেক পোশাক কাচবেন না।
অনেক পোশাক কাচলে গন্ধ তৈরি হতে পারে।
কাচার পর জামাকাপড় কড়া রোদে শুকিয়ে নিন।
শুকনো পোশাকের মাঝে ন্যাপথালিন রাখুন।