চোখের নিচে কালি কোনও নতুন বিষয় নয়, তার কারণও হতে পারে একাধিক



এক্ষেত্রে কার্যকরী উপাদান হতে পারে দুধ



তবে গরম দুধ কখনই চোখে ব্যবহার করা যাবে না



চোখের চারপাশে কালি দূর করতে কাঁচা দুধ বা একেবারে ঠান্ডা ব্যবহার করতে হবে



এই দুধের সঙ্গে অন্য কোনও উপাদান মেশানোর প্রয়োজন নেই



দুধে উপস্থিত ল্যাকটিক অ্যাসিড চোখের চারপাশে দাগ, অকাল বার্ধক্যের ছাপ দূরে রাখে



নিয়মিত দুধের ব্যবহারে একইসঙ্গে দূর হয় ডার্ক সার্কেল



কাঁচা বা ঠান্ডা দুধে তুলোর প্যাড ভিজিয়ে সেই প্যাড চোখের উপর ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন



কার্যকরী ফল পেতে সপ্তাহে অন্তত দু থেকে তিনবার এইভাবে ব্যবহার করতে হবে



ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।