ভাত তৈরির সময় চাল ধুয়ে সেই জল কি ফেলে দেন? জানেন ওই জলের কত উপকারিতা?

Published by: ABP Ananda

চাল ধোয়া জলের প্রাথমিক যে উপকারিতা তার ত্বকের গাঠনিক ক্ষমতা উন্নত করার ক্ষমতা।

Published by: ABP Ananda

এর মধ্যে যে পরিমাণ ভিটামিন, খনিজ ও অ্যান্টিঅক্সিড্যান্টস আছে তা ত্বকের পক্ষে অত্যন্ত উপকারী।

Published by: ABP Ananda

ভিটামিন ই ত্বকের শুষ্কভাব দূর করে আর্দ্রতা বজায় রাখে ও বলিরেখা নির্মূল করতে সাহায্য করে।

Published by: ABP Ananda

ভিটামিন বি কোষ বাড়ায়, নতুন কোষের জন্ম দেয়। যার ফলে ত্বক মসৃণ ও স্বাস্থ্যকর হয়।

Published by: ABP Ananda

ফেরুলিক অ্যাসিড অত্যন্ত শক্তিশালী অ্যান্টিঅক্সিড্যান্ট যা ত্বক ক্ষয়ে যাওয়া থেকে রক্ষা করে।

Published by: ABP Ananda

ত্বকের জ্বালা, চুলকানি, ফুলে যাওয়া ইত্যাদি একাধিক সেনসিটিভ সমস্যার সমাধানে ব্যবহার করা যায় চাল ধোয়া জল।

Published by: ABP Ananda

একাধিক সমীক্ষা বলে চাল ধোয়া জলের ত্বকের ঔজ্জ্বল্য বাড়ানোর ক্ষমতাও রয়েছে।

Published by: ABP Ananda

নিয়মিত এই চাল ধোয়া জল ব্যবহার করলে কালো দাগ হালকা হয়, প্রাকৃতিকভাবেই ঝলমলে হয় ত্বক।

Published by: ABP Ananda

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

Published by: ABP Ananda