ট্রেন সফর এখনও সাধারণ মানুষের হাতের মধ্যেই। ফলে অনেকেই দূরে সফর করার জন্য বেছে নেন রেলকে।
যাঁরা বিমান বা খুব ফার্স্ট ক্লাসে সফর করতে পারেন না, তাঁদের মধ্য়ে অনেকেই বেছে নেন ট্রেনের দ্বিতীয় শ্রেণীকে।
ট্রেনে সাধারণত আপার, মিডল ও লোয়ার, এই ৩টে বার্থ থাকে।
তবে জানেন কি, যে কোনও সময় ইচ্ছা হলেই পেতে ফেলা যায় না মিডল বার্থ। তার কিছু নিয়ম রয়েছে
যে যাত্রী ট্রেনের মিডল বা মাঝের বার্থ পান, তিনি যখন খুশি বার্থ নামিয়ে শুয়ে পড়তে পারেন না।
ভারতীয় রেলের নিয়ম অনুযায়ী, সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত মিডল বার্থ খোলা যাবে না।
নিয়ম অনুযায়ী, রাত ১০টার পরে মিডল বার্থ খোলা যাবে ও ব্যবহার করা যাবে।
আর সকাল ৬ বাজার সঙ্গে সঙ্গেই নামিয়ে দিতে হবে মিডল বার্থ। তার বেশিক্ষণ তুলে রাখা যাবে না।
এই নিয়মবিধির কারণে, অনেকেই রেল সফরে মিডল বার্থে সফর করতে চান না
যদি কোনও যাত্রী সময়সীমার বেশি মিডল বার্থ খুলে রাখেন, তাহলে টিটিই ব্যবস্থা নিতে পারে।