গাড়িতে ওঠার ঠিক আগেই খাবার খাওয়া বা কোনও কিছু পান না করাই ভাল

Published by: ABP Ananda

মদ্যপানের কারণেও গাড়িতে বা চলন্ত কিছুতে বমি পেতে পারে

Published by: ABP Ananda

তীব্র গন্ধে বমি পেতে পারে, তাই মৃদু গন্ধযুক্ত সুগন্ধী ব্যবহার করুন

Published by: ABP Ananda

গাড়ির মাঝে বা পিছনের দিকে বসলে এই ধরনের সমস্যা হয় না

Published by: ABP Ananda

বই পড়া, ফোন দেখা বা অন্য কোনও কিছু করলে মন অন্য দিকে থাকে

Published by: ABP Ananda

বাতাসের প্রবাহ সঠিকভাবে হলে, অসুস্থ বোধ করবেন না

Published by: ABP Ananda

গাড়িতে ওঠার পরই ঘুমিয়ে পড়ার চেষ্টা করুন, এতে সাময়িকভাবে লাভ হয়

Published by: ABP Ananda

চুইংগাম চিবানোর অভ্যাস করলে মন অন্যদিকে ঘুরে যেতে পারে ফলে গতি কারণে সমস্যা হয় না

Published by: ABP Ananda

গাড়িতেও নিজেকে ব্যস্ত রাখুন, পছন্দের গান শুনতে পারেন

Published by: ABP Ananda

ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসা পদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Published by: ABP Ananda