শীতকালে আমাদের প্রায় সকলেরই ত্বক রুক্ষ-শুষ্ক হয়ে যায় আবহাওয়ার কারণে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

কারও ক্ষেত্রে ত্বক একটু বেশিই রুক্ষ এবং শুষ্ক হয়ে যায়। বিশেষ করে নাকের চারপাশের অংশ ফেটে যায়।

Published by: ABP Ananda
Image Source: Pexels

শীতের মরশুমে নাকের চারপাশের অংশ এতটাই রুক্ষ-শুষ্ক হয়ে যায় যে গুঁড়ো গুঁড়ো হয়ে চামড়া উঠতে থাকে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

এই সমস্যা দূর করার জন্য নিয়মিত যত্ন প্রয়োজন। কীভাবে পরিচর্যা করবেন, জেনে নিন।

Published by: ABP Ananda
Image Source: Pexels

সবার আগে মাথায় রাখা দরকার নাকের চারপাশের অংশ নিয়মিত পরিষ্কার রাখতে হবে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

মুখে ক্রিম ব্যবহারের সময় আলদা করে ক্রিম ম্যাসাজ করতে হবে নাকের চারপাশের অংশে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

নাকের চারপাশের অংশে ক্রিম এবং ময়লা যাতে জমতে না পারে সেই জন্য স্ক্রাব করাও জরুরি।

Published by: ABP Ananda
Image Source: Pexels

সপ্তাহে সর্বোচ্চ দু'বার স্ক্রাব করতে পারেন শীতের দিনে। আর তারপর অবশ্যই ক্রিম ব্যবহার করতে হবে নাকের চারপাশের অংশে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

যাঁদের ত্বক এমনিতেই খুব রুক্ষ এবং শুষ্ক প্রকৃতির তাঁরা শীতকালে নাকের চারপাশের অংশে একটু পুরু ক্রিম ব্যবহার করতে পারলে ভাল।

Published by: ABP Ananda
Image Source: Pexels

চাইলে আপনি গ্লিসারিনও ব্যবহার করতে পারেন নাকের চারপাশের অংশে। এর ফলে ত্বক নরম এবং মোলায়েম থাকবে।

Published by: ABP Ananda
Image Source: Pexels