শীতকালে আমাদের প্রায় সকলেরই ত্বক রুক্ষ-শুষ্ক হয়ে যায় আবহাওয়ার কারণে। কারও ক্ষেত্রে ত্বক একটু বেশিই রুক্ষ এবং শুষ্ক হয়ে যায়। বিশেষ করে নাকের চারপাশের অংশ ফেটে যায়। শীতের মরশুমে নাকের চারপাশের অংশ এতটাই রুক্ষ-শুষ্ক হয়ে যায় যে গুঁড়ো গুঁড়ো হয়ে চামড়া উঠতে থাকে। এই সমস্যা দূর করার জন্য নিয়মিত যত্ন প্রয়োজন। কীভাবে পরিচর্যা করবেন, জেনে নিন। সবার আগে মাথায় রাখা দরকার নাকের চারপাশের অংশ নিয়মিত পরিষ্কার রাখতে হবে। মুখে ক্রিম ব্যবহারের সময় আলদা করে ক্রিম ম্যাসাজ করতে হবে নাকের চারপাশের অংশে। নাকের চারপাশের অংশে ক্রিম এবং ময়লা যাতে জমতে না পারে সেই জন্য স্ক্রাব করাও জরুরি। সপ্তাহে সর্বোচ্চ দু'বার স্ক্রাব করতে পারেন শীতের দিনে। আর তারপর অবশ্যই ক্রিম ব্যবহার করতে হবে নাকের চারপাশের অংশে। যাঁদের ত্বক এমনিতেই খুব রুক্ষ এবং শুষ্ক প্রকৃতির তাঁরা শীতকালে নাকের চারপাশের অংশে একটু পুরু ক্রিম ব্যবহার করতে পারলে ভাল। চাইলে আপনি গ্লিসারিনও ব্যবহার করতে পারেন নাকের চারপাশের অংশে। এর ফলে ত্বক নরম এবং মোলায়েম থাকবে।