ঠোঁটে হালকা লিপস্টিক থাকলেই বাজিমাত রোজকার সাজগোজে আর কিছুই লাগে না কিন্তু রোজ লিপস্টিক লাগানো কি আদৌ ভাল? Bismuth Oxychloride-এর প্রলেপ থাকে লিপস্টিকে এটি Carcinogenic উপাদান, যা ত্বকের ক্ষতি করে পরীক্ষা নিরীক্ষা হলেও লিপস্টিকে ক্ষতিকর উপাদান থাকতে পারে লিপস্টিকের উপর সূর্যের ক্ষতিকর আলোকরশ্মি এসে পড়ে এতে ঠোঁটের আসল রং পাল্টে যায় বলে দাবি ওঠে কিছু ক্ষেত্রে লিপস্টিকে ধাতব উপাদান পাওয়া গিয়েছে এই ধরনের লিপস্টিক থেকে সংক্রমণ ছড়াতে পারে লিপস্টিক রোজ লাগালে শুষ্ক হয়ে যায় ঠোঁট লিপস্টিকের পরিবর্তে লিপবাম ব্যবহার করতে পারেন লিপস্টিকের ক্ষতিকর উপাদান থেকে অ্যালার্জি, শ্বাসকষ্ট হতে পারে অনেক ক্ষেত্রে রোগ গুরুতর আকারও ধারণ করে এব্যাপারে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিন