বিশ্বের কিছু দেশে জন আধিক্য ঘটেছে।
কোথাও জনসংখ্যা কোথাও ক্রমশ তলানিতে।
এর জন্য পৃথক দেশ ভিন্ন পদ্ধতি নিয়েছে ।
এই অসুবিধার মুখে রয়েছে দক্ষিণ কোরিয়া।
বর্তমানে বিশ্বের সর্বনিম্ন প্রজনন হার এখানেই।
পরিসংখ্যান বলছে, বাইশে প্রজননের হার ০.৭৮।
২০২৫ সালে ০.৬৫ এ নেমে আসতে পারে।
সরকারি পূর্বাভাসের পরেই অভিনব পদক্ষেপ।
সন্তান জন্ম দিলেই মিলবে প্রায় ৬২ লাখ টাকা।
কর্মীদের জন্য ঘোষণায় সে দেশের এক কোম্পানি।