বিশ্বের কিছু দেশে জন আধিক্য ঘটেছে।

বিশ্বের কিছু দেশে জন আধিক্য ঘটেছে।

কোথাও জনসংখ্যা কোথাও ক্রমশ তলানিতে।

কোথাও জনসংখ্যা কোথাও ক্রমশ তলানিতে।

এর জন্য পৃথক দেশ ভিন্ন পদ্ধতি নিয়েছে ।

এর জন্য পৃথক দেশ ভিন্ন পদ্ধতি নিয়েছে ।

এই অসুবিধার মুখে রয়েছে দক্ষিণ কোরিয়া।

এই অসুবিধার মুখে রয়েছে দক্ষিণ কোরিয়া।

বর্তমানে বিশ্বের সর্বনিম্ন প্রজনন হার এখানেই।

বর্তমানে বিশ্বের সর্বনিম্ন প্রজনন হার এখানেই।

পরিসংখ্যান বলছে, বাইশে প্রজননের হার ০.৭৮।

পরিসংখ্যান বলছে, বাইশে প্রজননের হার ০.৭৮।

২০২৫ সালে ০.৬৫ এ নেমে আসতে পারে।

২০২৫ সালে ০.৬৫ এ নেমে আসতে পারে।

সরকারি পূর্বাভাসের পরেই অভিনব পদক্ষেপ।

সরকারি পূর্বাভাসের পরেই অভিনব পদক্ষেপ।

সন্তান জন্ম দিলেই মিলবে প্রায় ৬২ লাখ টাকা।

সন্তান জন্ম দিলেই মিলবে প্রায় ৬২ লাখ টাকা।

কর্মীদের জন্য ঘোষণায় সে দেশের এক কোম্পানি।

কর্মীদের জন্য ঘোষণায় সে দেশের এক কোম্পানি।

Thanks for Reading. UP NEXT

তুড়ি মারেন ? কী হয় এতে ?

View next story