বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো শুরু হয়ে গিয়েছে। অন্যদিকে চলছে নবরাত্রি উদযাপন।

Published by: ABP Ananda
Image Source: Pexels

উৎসবের মরশুমে হাজারও পরিকল্পনার দৌলতে ঠিক করে বিশ্রাম, ঘুম কিছুই হচ্ছে না আপনার।

Published by: ABP Ananda
Image Source: Pexels

এভাবে চললে খুব তাড়াতাড়ি অসুস্থ হয়ে যাবেন আপনি। উৎসবে আনন্দ করার পুরো ব্যাপারটাই মাটি হয়ে যাবে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

সুস্থ থেকে উৎসব উপভোগ করতে চাইলে সঠিক পরিমাণে ঘুম খুব জরুরি। সেক্ষেত্রে কিছু নিয়ম মেনে চলুন।

Published by: ABP Ananda
Image Source: Pexels

রাত জেগে ঠাকুর দেখার পরিকল্পনা রয়েছে অনেকেরই। বাড়ি ফিরে পর্যাপ্ত সময় ঘুমিয়ে নেওয়া জরুরি। তাহলেই আরও আনন্দ করার এনার্জি পাবেন।

Published by: ABP Ananda
Image Source: Pexels

পুজো মানেই জমিয়ে পেটপুজো। তবে বেশি রাতের দিকে গুরুপাক খাবার এড়িয়ে চলতে পারলেই ভাল।

Published by: ABP Ananda
Image Source: Pexels

উৎসবের মরশুমে শরীরচর্চায় ফাঁকি দেবেন না। জিমে না গেলেও বাড়িতে অন্তত ফ্রি-হ্যান্ড একসারসাইজ অভ্যাস করুন।

Published by: ABP Ananda
Image Source: Pexels

সম্ভব হলে দিনের শুরুতে যোগাসন আর ধ্যানের অভ্যাস বজায় রাখুন পুজোর দিনেও। সারাদিন চাঙ্গা থাকবেন আপনি।

Published by: ABP Ananda
Image Source: Pexels

পুজোর সময় অনিয়ম হবেই। খাওয়া-দাওয়া হবে মনের ইচ্ছে মতো। সেই সঙ্গে চলবে ঠাকুর দেখা। তবে শরীরকে বিশ্রাম দিতেই হবে। নইলে বাড়বে সমস্যা।

Published by: ABP Ananda
Image Source: Pexels

রাত জেগে ঠাকুর দেখবেন। সেই সঙ্গে চলবে পছন্দসই খাওয়া-দাওয়াও। এর মধ্যে সুস্থ থাকতে অবশ্যই সঠিক পরিমাণে জল খেতে হবে।

Published by: ABP Ananda
Image Source: Pexels