সাধারণ এই লক্ষণগুলোই বলে দেবে আপনার কিডনিতে পাথর জমেছে কি না

কিডনিতে পাথর হলে অনেক লক্ষণ দেখা দেয় অনেকেই সেই লক্ষণগুলো বুঝতে না - পেরে বিপদ টা পাকিয়ে তোলেন।

প্রথমে পিঠ বা পেটের নিচের অংশে তীব্র ব্যথা হতে পারে

এই ব্যথা হঠাৎ করে শুরু হয় এবং সময়ের সঙ্গে সঙ্গে বৃদ্ধি পায়

মূত্রে রক্তপাত কিডনি স্টোনের অন্যতম লক্ষণ

প্রস্রাবের সময় জ্বালা করা মূত্র ত্যাগের সময় ব্যথা করাও খারাপ লক্ষণ

বারবার করে প্রস্রাব পেতে পারে। কিন্তু হয়ত পর্যাপ্ত পরিমাণে প্রস্রাব হয় না

মূত্রে ফেনা বা অস্বাভাবিক গন্ধও হতে পারে এগুলো কিন্তু কিডনির সমস্যারই লক্ষণ

জ্বর আসা এবং অকারণে শীত করা সংক্রমণের লক্ষণ হতে পারে

মূত্রত্যাগে বাধা আসে বা অসুবিধা হয়। এগুলো সবই কিডনিতে স্টোন জমার লক্ষণ