যেকোনও ন্যাচারাল অয়েল বা প্রাকৃতিক তেল ত্বকের পরিচর্যায় ব্যবহার করা লাভজনক। তার মধ্যে নারকেল তেল অন্যতম। ত্বকের বিভিন্ন সমস্যা খুব কম সময়ে দূর করতে সাহায্য করে নারকেল তেল। চুলের মতো সার্বিক ভাবে ত্বকের স্বাস্থ্যেরও খেয়াল রাখে এই তেল। কেন নারকেল তেল আপনার ত্বকের পরিচর্যায় ব্যবহার করবেন আর করলে কী কী উপকার পাবেন চলুন জেনে নেওয়া যাক। ত্বকের রুক্ষ এবং শুষ্ক ভাব দূর করতে সাহায্য করে নারকেল তেল। তাই যাঁদের ত্বক খুব রুক্ষ প্রকৃতির তাঁরা এই তেল ব্যবহার করতে পারেন। ত্বকের আর্দ্রভাব ধরে রাখতে অর্থাৎ ত্বকে ময়শ্চারাইজার লক করতে সাহায্য করে নারকেল তেল। ত্বকের একদম গভীর স্তরে পৌঁছে দেখভাল করে এই তেল। যাঁদের ত্বক সেনিসিটিভ ধরনের তাঁদের ক্ষেত্রে প্রায়শই ব্রনর সমস্যা লক্ষ্য করা যায়। নারকেল তেল এই ব্রনর সমস্যা দূর করতে সাহায্য করে। নারকেল তেলের মধ্যে রয়েছে অ্যান্টি-ব্যাকটেরিয়াল প্রপার্টি। ত্বকের বিভিন্ন র্যাশ, চুলকানি, লালচে ভাব, জ্বালাভাব দূর করতে পারে এই তেল। ত্বকের একদম গভীর স্তরে পৌঁছে নারকেল তেল স্কিন পোরসগুলিকে উন্মুক্ত করে। ফলে ত্বকে জমে থাকা নোংরা বেরিয়ে আসে। ত্বকের জেল্লা ফিরে আসে। কোলাজেন নামের একটি প্রোটিন ত্বকের স্বাস্থ্যের খেয়াল রাখে। নারকেল তেল এই প্রোটিন উৎপাদনের পরিমাণ বৃদ্ধি করে। ত্বক রাখে টানটান এবং ঝকঝকে। আপনার ত্বক যদি সেনসিটিভ প্রকৃতির হয় তাহলে নারকেল তেল ব্যবহার করবেন কিনা সেই প্রসঙ্গে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।