শুরু হয়ে গেছে বিয়ের মরশুম। চারদিকে বাজছে সানাই

বিয়ের মরশুম মানেই সাজগোজ, নিজের সৌন্দর্য মেলে ধরার সময়

তা সে বর-কনেই হোক বা বিয়েতে আগত নিমন্ত্রিতরা

কমবেশি সকলেরই মাথায় ঘোরে রূপের ঝলকের কথা

কিন্তু, নিত্যদিন দূষণের মধ্যেই যাতায়াতে ত্বকের জেল্লা গেছে নষ্ট হয়ে ?

চিন্তা নেই, এরমধ্যেই খুব অল্প সময়ে বাড়িয়ে তুলুন ত্বকের ঔজ্জ্বল্য। খুব অল্প সময়েই হতে পারে এই কাজ

বিয়ের কিছুদিন আগে থেকেই ডায়েটে শামিল করুন বিশেষ এই ড্রিঙ্ক

এই ড্রিঙ্ক শুধু আপনার ত্বকই চকচকে করে তুলবে না, আপনার স্বাস্থ্যও সুস্থ রাখতে সাহায্য করবে

লেবু, গাজর, পালং ও মধু দিয়ে এই ড্রিঙ্ক প্রস্তুত করতে হবে

সবকিছু মিক্সার গ্রাইন্ডারে ফেলে তৈরি করে নিন। এই ড্রিঙ্ক বিয়েবাড়ির আগে নিয়মিত কয়েকদিন পান করুন