Image Source: Freepik

কোমরে ব্যথা হলে গদি ছাড়া ঘুমোন। এছাড়াও বিশেষ পরিস্থিতিতে এভাবে শুতে হয়।

Image Source: Freepik

গদি ছাড়া শুলে মেরুদন্ড সোজা থাকে। শরীরও সোজা থাকে।

Image Source: Freepik

তবে এভাবে শুলে মেরুদন্ডের উপর বেশি চাপ পড়ে। তা ক্ষতিকর।

Image Source: Freepik

এই চাপ কমাতে কোমরের নিচে একটি পাতলা বালিশ নিতে পারেন।

Image Source: Freepik

ধীরে ধীরে গরম বাড়ছে। চড়ছে পারদ।

Image Source: Freepik

তাই মেঝেতে শুলে একদিক থেকে উপকার পাওয়া যায়।

Image Source: Freepik

অনেকেই এসি ব্যবহার করেন না। তাদের মেঝের ঠান্ডায় ঘুম ভাল হয়।

Image Source: Freepik

তবে এতে কোমর ব্যথা কমে না। বরং বেড়ে যেতে পারে।

Image Source: Freepik

কোমর বাদে অন্যান্য অঙ্গ যেমন পিঠে, ঘাড়ে ব্যথা হতে পারে।

Image Source: Freepik

যা থেকে স্পন্ডিলাইটিস হওয়ার ঝুঁকি বেড়ে যায়।