কখনও কখনও হাঁচি থামতেই চায় না। সর্দি ছাড়াও ভোগাতে পারে হাঁচির সমস্যা।



কখনও কখনও হাঁচি অ্যালার্জির কারণে হয়। কখনও আবার সর্দিগর্মি থেকে হাঁচি হয়।



বারবার হাঁচি হলে কাজ করা বড় মুশকিল। আশেপাশের লোকের পক্ষেও অস্বস্তিকর বটে



ক্রমাগত হাঁচি থেকে মুক্তি পতে সাহায্য করতে পারে কয়েকটা ঘরোয়া টোটকা



মধু খেলে হাঁচির সমস্যা কমতে পারে। ঠান্ডা লাগার জন্য হাঁচি হলে মধু দারুণ কাজ করে।



কাঁচা আদা চিবোলেও হাঁচি কমতে পারে।



যদি কোনও অ্যালার্জির জন্য আপনার হাঁচি হয়ে থাকে, তাহলে আগে অ্যালার্জি নির্মূূল করতে হবে



বারবার হাঁচি আটকাতে, একটা কাপড়ের মধ্য কালো জিরে বেঁধে নিন। তার পর বারবার শুঁকতে থাকুন।



ইউক্যালিপ্টাস তেলের গন্ধে হাঁচি কমে। বালিশে বার রুমালে কয়েক ড্রপ নিজে শুঁকুন ।



মুখে লবঙ্গ রেখে দেখুন হাঁচি কমে কি না।