ফেনোলিক যৌগ যুক্ত আখের রস রয়েছে ফ্ল্যাভোনয়েডের মতো অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরের প্রয়োজন

Published by: ABP Ananda

ভিটামিন C রয়েছে আখের রসে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে

Published by: ABP Ananda

আখের রসে রয়েছে ভরপুর চিনি, যা এনার্জি বাড়াতেও পারে

Published by: ABP Ananda

পেটের স্বাস্থ্যের খেয়াল রাখে আখের রস, পেট ফাঁপা কমায় এবং হজমে সাহায্য করে

Published by: ABP Ananda

৭০ থেকে ৭৫ শতাংশ রস থাকে আখে, যা শরীরকে হাইড্রেট রাখে

Published by: ABP Ananda

শরীরের pH ব্যালেন্স বজায় রাখে এই রস, যা কিডনির স্বাস্থ্যের খেয়াল রাখতে পারে

Published by: ABP Ananda

গ্লাইকোলিক থাকায় ত্বকের স্বাস্থ্যের খেয়াল রাখে, ত্বক উজ্জ্বল হয় এবং ব্রণ কমায়

Published by: ABP Ananda

লো-গ্লাইসেমিক ইনডেক্স হওয়ায় রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে, যা ডায়বেটিকদের জন্য উপকারী

Published by: ABP Ananda

আখের রস লিভার পরিষ্কার করে, এমনকী টক্সিন কমায়

Published by: ABP Ananda

ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Published by: ABP Ananda