ফেনোলিক যৌগ যুক্ত আখের রস রয়েছে ফ্ল্যাভোনয়েডের মতো অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরের প্রয়োজন
abp live

ফেনোলিক যৌগ যুক্ত আখের রস রয়েছে ফ্ল্যাভোনয়েডের মতো অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরের প্রয়োজন

Published by: ABP Ananda
ভিটামিন C রয়েছে আখের রসে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে
abp live

ভিটামিন C রয়েছে আখের রসে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে

Published by: ABP Ananda
আখের রসে রয়েছে ভরপুর চিনি, যা এনার্জি বাড়াতেও পারে
abp live

আখের রসে রয়েছে ভরপুর চিনি, যা এনার্জি বাড়াতেও পারে

Published by: ABP Ananda
পেটের স্বাস্থ্যের খেয়াল রাখে আখের রস, পেট ফাঁপা কমায় এবং হজমে সাহায্য করে
abp live

পেটের স্বাস্থ্যের খেয়াল রাখে আখের রস, পেট ফাঁপা কমায় এবং হজমে সাহায্য করে

Published by: ABP Ananda
abp live

৭০ থেকে ৭৫ শতাংশ রস থাকে আখে, যা শরীরকে হাইড্রেট রাখে

Published by: ABP Ananda
abp live

শরীরের pH ব্যালেন্স বজায় রাখে এই রস, যা কিডনির স্বাস্থ্যের খেয়াল রাখতে পারে

Published by: ABP Ananda
abp live

গ্লাইকোলিক থাকায় ত্বকের স্বাস্থ্যের খেয়াল রাখে, ত্বক উজ্জ্বল হয় এবং ব্রণ কমায়

Published by: ABP Ananda
abp live

লো-গ্লাইসেমিক ইনডেক্স হওয়ায় রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে, যা ডায়বেটিকদের জন্য উপকারী

Published by: ABP Ananda
abp live

আখের রস লিভার পরিষ্কার করে, এমনকী টক্সিন কমায়

Published by: ABP Ananda
abp live

ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Published by: ABP Ananda