সবুজ শাকসব্জিতে রয়েছে ঠাসা ভিটামিন ও খনিজ। যা স্নায়ুর জন্য ভাল
Image Source: Pexels/Pixabay/Unsplash
আদায় রয়েছে প্রদাহরোধী ক্ষমতা। স্নায়ুর ব্য়থা কমাতে সাহায্য করে।
Image Source: Pexels/Pixabay/Unsplash
যে কোনও ফলে প্রচুর অ্যান্টিঅক্সিড্যান্ট থাকে। যা প্রদাহ কমায়। আপেল, বেরিজাতীয় ফল, লেবুর উপাদান অত্যন্ত উপকারী।
Image Source: Pexels/Pixabay/Unsplash
কুমড়োর বীজে লুকিয়ে বহু গুণ। এতে রয়েছে পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম- যা স্নায়ুর স্বাস্থ্য ভাল রাখতে এর জুরি মেলা ভার।
Image Source: Pexels/Pixabay/Unsplash
লো-ফ্যাট ডেয়ারিজাতীয় খাবারে অ্য়ামাইনো অ্যাসিড থাকে। যা স্নায়ু ভাল রাখতে সাহায্য করে।
Image Source: Pexels/Pixabay/Unsplash
ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।