মুখে ব্রাশ নিয়ে অনেকেই ঘরের কাজে ব্যস্ত হয়ে পড়েন।

এতে বেশি সময় ধরে ব্রাশ মুখে থাকে।

Image Source: ফ্রিপিক

সাম্প্রতিক গবেষণা বলছে এভাবে মুখে অনেকক্ষণ মাজন থাকা ভাল নয়।

Image Source: ফ্রিপিক

এতে দাঁত সেনসিটিভ হয়ে যায়।

Image Source: ফ্রিপিক

মাড়িও দুর্বল হয়ে যেতে পারে দীর্ঘসময় মাজন লেগে থাকলে।

Image Source: ফ্রিপিক

মুখে ব্রাশ নিয়ে অন্য কাজ করলে ব্রাশ করার দিকে আমাদের মন থাকে না।

Image Source: ফ্রিপিক

ঠিকমতো ব্রাশ না করার কারণে মাড়ি ক্ষয়েও যেতে পারে।

Image Source: ফ্রিপিক

দাঁতের ব্রাশের ক্ষতি হতে পারে। ফলে পরে দাঁত মাজতে গেলে ব্রাশ ঠিকমতো কাজ করে না।

Image Source: ফ্রিপিক

দাঁতের এনামেলের উপর চাপ পড়লে এনামেল ক্ষয়ে যায়।

Image Source: ফ্রিপিক

ডিসক্লেমার: এই দাবি পরামর্শস্বরূপ। মেনে চলার আগে সরাসরি বিশেষজ্ঞের মত নিন।