দিনভর পর্যাপ্ত পরিমাণে জল পান করতে হবে, যাতে হাইড্রেট থাকে শরীর

Published by: ABP Ananda

ত্বকের ধরন অনুযায়ী দিনে দুবার ক্লিনজ়ার ব্যবহার করতে হবে

Published by: ABP Ananda

মৃত কোষ দূর করতে নির্দিষ্ট সময়ের ব্যবধানে ত্বক এক্সফলিয়েট করুন

Published by: ABP Ananda

ত্বকের উপরিভাগে জলের পরিমাণ ঠিক রাখতে হাইড্রেটিং টোনার ব্যবহার করতে হবে

Published by: ABP Ananda

ভিটামিন C যুক্ত টোনার সকালেই ব্যবহার করে ফেলুন

Published by: ABP Ananda

তৈলাক্ত ত্বক হলেও তা ময়শ্চারাইজ করতে হবে নিয়মিত

Published by: ABP Ananda

অতিবেগুনি রশ্মি ত্বকের ক্ষতি করে, তা দিনে নির্দিষ্ট সময় অন্তর ব্যবহার করতে হবে সানস্ক্রিন

Published by: ABP Ananda

পর্যাপ্ত পরিমাণে শাক সবজি এবং ফল খেতে হবে

Published by: ABP Ananda

নিয়মিত শরীরচর্চা করলে রক্ত সঞ্চালনা বাড়ে, তাতে ত্বকের জেল্লাও বাড়ে

Published by: ABP Ananda

ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Published by: ABP Ananda