এই ৫ ভিটামিনে বাড়বে রোগ প্রতিরোধ ক্ষমতা

Published by: ABP Ananda
Image Source: Freepik

ঋতু বদল হচ্ছে, এখন সংক্রমণের ভয় বেশি।

Image Source: Freepik

শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এই ভিটামিনে জোর দিতে হবে।

Image Source: Freepik

এই ভিটামিনগুলি শ্বেতকণিকার সংখ্যা বাড়ায় শরীরে।

Image Source: Freepik

সূর্যালোক আর ডিমের কুসুমে থাকে ভিটামিন ডি যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

Image Source: Freepik

ভিটামিন এ আমাদের ব্যাকটেরিয়া ও ভাইরাস থেকে রক্ষা করে।

Image Source: Freepik

যে কোনও সংক্রমণ প্রতিরোধ করে ভিটামিন সি।

Image Source: Freepik

আমন্ড, পালং শাক এগুলিতে থাকে ভিটামিন ই।

Image Source: Freepik

এই ভিটামিনগুলি শরীরের ক্ষত মেরামত করে।

Image Source: Freepik

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

Image Source: Freepik