দইয়ে প্রচুর পরিমাণে প্রোবায়োটিক রয়েছে যা শরীরের পক্ষে উপযোগী

Published by: ABP Ananda

অনেক বাড়িতেই রাতে দই তৈরি করে রাখার চল রয়েছে

Published by: ABP Ananda

তবে রাতে দই খাওয়া আদৌ কতটা স্বাস্থ্য সম্মত তা নিয়ে প্রশ্ন আছে

Published by: ABP Ananda

কারও হজমের সমস্যা থাকলে রাতে দই খেলে বদহজম বা অস্বস্তি হতে পারে

Published by: ABP Ananda

দইয়ে আছে প্রচুর পরিমাণে ফ্যাট এবং প্রোটিন আছে, যা রাতে হজমের ক্ষেত্রে সমস্যার কারণ হতে পারে

Published by: ABP Ananda

রাতে দই খেলে মিউকাস বাড়তে পারে

Published by: ABP Ananda

যাদের ঠান্ডা লাগার সমস্যা আছে তাদের রাতে দই না খাওয়াই ভাল

Published by: ABP Ananda

রাতের পরিবর্তে ব্রেকফাস্ট বা দুপুরে খাওয়ার সময় দই খাওয়া যেতে পারে

Published by: ABP Ananda

স্ন্যাক্স হিসেবে খেতে চাইলে পছন্দের ফল বা ড্রাই ফ্রুটস মিশিয়ে খেতে পারেন

Published by: ABP Ananda

ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Published by: ABP Ananda